ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পটাশ ও ফসফেট সারের দাম কমানোর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

ঢাকা: মিউরেট অব পটাশ (এমওপি) এবং ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ব্যাপারে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করে সারের দাম কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রজ্ঞাপন জারির দিন থেকেই হ্রাসকৃত মূল্য কার্যকর হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্র শুক্রবার জানায়, কৃষক পর্যায়ে প্রতি কেজি পটাশ ২৫ টাকা থেকে ১০ টাকা কমিয়ে ১৫ টাকা এবং ফসফেট ৩০ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ২৭ টাকা করা হচ্ছে।

ডিলাররা এ সার পাবেন যথাক্রমে ১৩ টাকা ও ২৫ টাকায়। তাদের লাভ থাকবে কেজিপ্রতি দুই টাকা।

রবি মৌসুমে শস্য উৎপাদন বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানায়।

এবারের দাম কমানোর মধ্য দিয়ে সরকার ৩য় বারের মতো পটাশ ও ফসফেট (নন-ইউরিয়া) সারের দাম কমালো।

চলতি বছর দেশে পটাশ সারের চাহিদা প্রায় ৪ লাখ মেট্রিক টন এবং ফসফেট সারের চাহিদা প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন।

দাম কমানোর কারণে নন-ইউরিয়া সারখাতে চলতি অর্থবছর সরকারকে অতিরিক্ত ৬২০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।