ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতালে প্রথমবারের মতো লেনদেন হচ্ছে পুঁজিবাজারে

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: এই প্রথমবারের মতো পূর্ণদিবস হরতালের দিনে লেনদেন হচ্ছে পুঁজিবাজারে। আজ রোববার সকাল ১১টা পাঁচ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়।



রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে সবসময়ই শেয়ার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও আজ প্রথমবারের মতো এ সিদ্ধান্তের ব্যত্যয় ঘটানো হলো।

লেনদেন চালু রাখা প্রসঙ্গে ডিএসই সভাপতি শাকিল রিজভি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কোরাম পূর্ণ হওয়ায় সয়ংক্রিয়ভাবেই লেনদেন শুরু হয়েছে। ’

ন্যুনতম ৭০টি ব্রোকারেজ হাউজ ট্রেড সার্ভারে লগ অন করলেই কোরাম পূর্ণ হয়।

অপরদিকে, সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কারণেই লেনদেন শুরু করতে হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কিয়ারেন্স হাউজ খোলা থাকায় লেনদেন চালু না রাখতে সমস্যা হচ্ছে না।  

এদিকে, লেনদেন চললেও ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা নেই। তবে হাউজগুলোর মালিক-কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ বিনিয়োগকারীদের মোবাইল ফোনে লেনদেন করতে দেখা যায়।

দিনের শুরুতে উভয় পুঁজিবাজারেই সূচক ও অধিকাংশ শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে।

বাংলাদেশ সময় ১১৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
জিএস/এসএফ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।