ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জুলাই ১৭, ২০২০
রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

চট্টগ্রাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৭ জুলাই) শোকবার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজের জীবনবাজি রেখে আবদুল হাই পাকস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হারালো।

শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।