ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জালনোটসহ ডিবির হাতে আটক যুবক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুলাই ১৬, ২০২০
জালনোটসহ ডিবির হাতে আটক যুবক জালনোটসহ গ্রেফতার শাহ আলম

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ হাজার ৬৫০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ মো. আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৮ হাজার ৬৫০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

আটক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

এর আগেও ৭ জুলাই নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগ ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকা থেকে ১ লাখ ৪৭ হাজার টাকার জালনোটসহ মো. শাহ আলম (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছিল।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।