ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার চার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
লোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার চার গ্রেফতার চার

চট্টগ্রাম: লোহাগাড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শনিবার (১১ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার চারজন হলো- ময়মনসিংহের মুক্তাগাছা লাঙ্গলবান্ধার মোহাম্মদ হামেদ আলীর ছেলে মো. রমজান বাবু (২০), টেকনাফের জাদিমুরা বিদেশ পাড়ার নুর আহম্মদের ছেলে নাজিম উল্লাহ (২৬), লোহাগাড়ার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার সুশীল শীলের ছেলে রাজেশ শীল (৪২), সাতকানিয়ার বাজালিয়া বাকের আলী বিল বৌদ্ধ পাড়া আনুরঘোনা এলাকার আলী আকবরের ছেলে মো. হাছান আলী (৩৫)।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিক-আপে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।