ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলের মালামাল চুরির দায়ে আটক যুবককে আদালতে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
রেলের মালামাল চুরির দায়ে আটক যুবককে আদালতে প্রেরণ রেলের মালামাল চুরির দায়ে আটক যুবককে আদালতে প্রেরণ

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের এক প্রকৌশলীর নাম ভাঙিয়ে মালামাল চুরির সময় আটক যুবক আব্দুল্লাহ আল জোবায়েদকে (২৭) আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় পটিয়ার ধলঘাট স্টেশন থেকে ওই যুবককে রেলওয়ের মালামাল চুরি করার সময় আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ বাংলানিউজকে বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজে বের করা হবে বলে জানান সত্যজিৎ দাশ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।