ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩০ দিনে প্রথম মেঘনা এক্সপ্রেসের সব টিকিট বিক্রি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২, ২০২০
৩০ দিনে প্রথম মেঘনা এক্সপ্রেসের সব টিকিট বিক্রি

চট্টগ্রাম: প্রায় এক মাস পর চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটি গত ৩ জুন থেকে চলাচল শুরু করে।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল সোয়া পাঁচটায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

যাত্রী সংকটের কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়।

সুবর্ণ, উদয়ন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন চললেও যাত্রীসংকট ছিলো।

বৃহস্পতিবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৪৫৪টি টিকিটের বিপরীতে ২৪৫টি টিকিট বিক্রি হয়।

এ ছাড়া উদয়ন এক্সপ্রেস ট্রেনে ৩১৮টি টিকিটের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটি পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনে সব টিকিট বিক্রি হয়েছে। তবে যতো দিন যাচ্ছে সুবর্ণ ও উদয়নের টিকিট বিক্রি বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে সব ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।