ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের মালামাল চুরির দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জুন ২৮, ২০২০
রেলওয়ের মালামাল চুরির দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: পাহাড়তলী থেকে রেলওয়ের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) বাদি হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাতে আটককৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও মো. আলমগীর।

আরএনবির পাহাড়তলী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে রেলওয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই তিন চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

‘জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছেন, পাহাড়তলীর সেল ডিপুর ইনচার্জ উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুসের সহযোগিতায় তারা মালামাল চুরি করছিলেন।

তাদের নামে মামলা দায়ের হওয়ার পর এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান রেজওয়ানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৮ জুন, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।