ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুন ২০, ২০২০
ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রুয়েল ই কাতান (৫০) নামে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।

রুয়েল ই কাতান গত ৪ জুন করোনা ভাইরাসের নমুনা দিলেও পরীক্ষার ফলাফল পাননি।

তিনি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামায় নিয়োজিত সাইফ পাওয়ার টেকের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। থাকতেন নগরের হালিশহর এলাকায়।
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে এই প্রথম কোনও বিদেশি নাগরিকের মৃত্যু হলো।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা.আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ১৬দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার করোনার উপসর্গ ছিলো। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, তবে ফলাফল এখনও আসেনি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ২০, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।