ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোসেন জিল্লুর রহমানের মা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, জুন ১৭, ২০২০
হোসেন জিল্লুর রহমানের মা আর নেই জোহরা বেগম

চট্টগ্রাম: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ জুন) ভোর রাতে নগরের পাঁচলাইশের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ড. হোসেন জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, মায়ের অসুস্থতার জন্য তিনি চট্টগ্রামে ছিলেন।

দুই ভাইবোন চিকিৎসক বাসায় মায়ের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি বলেন, মাকে নিয়ে পাঁচলাইশ থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।

জোহরা বেগম চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।