ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অরুণ বিকাশ দে’র পিএইচডি ডিগ্রি লাভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুন ১১, ২০২০
অরুণ বিকাশ দে’র পিএইচডি ডিগ্রি লাভ সাংবাদিক অরুণ বিকাশ দে

চট্টগ্রাম: ‘জার্নালিজম এথিক্স’ নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন সাংবাদিক অরুণ বিকাশ দে। তিনি একটি জাতীয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

বুধবার (১০ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দর্শন বিভাগের পিএইচডি গবেষক অরুণ বিকাশ দে কে তার রচিত ‘Morality in Journalism with special reference to Bangladesh’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বরিষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. এম শফিকুল আলম এই গবেষণার তত্বাবধায়ক ছিলেন।

অরুণ বিকাশ দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট অপূর্ব লাল দে চট্টগ্রাম বারের জ্যেষ্ঠ আইনজীবী।

মা দীপ্তি দে প্রয়াত।

পরিবারের জ্যেষ্ঠ সন্তান অরুণ বিকাশ দে ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল এথিকস বিষয়ে এমফিল ডিগ্রি লাভ করেন।

কলেজের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। ‘গণিত বনাম যুক্তিবিদ্যা’ শিরোনামে তার একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয় ২০১০ সালে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১১, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।