ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে ৩ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুন ৬, ২০২০
করোনা উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক পুলিশসহ তিনজন মারা গেছেন। 

তারা হলেন- ৪৫ বছর বয়সী পুলিশের উপ-পরিদর্শক মো. একরামুল ইসলাম, ৫০ বছর বয়সী শাহ আলম এবং ৫৫ বছর বয়সী পঙ্কজ দাশ।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বাংলানিউজকে বলেন, করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে একজন পুলিশ সদস্য, অন্যজন শ্রমিক। পুলিশ অসুস্থ হওয়ার খবর পেয়ে এক চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে।
পরীক্ষার পর তিনি মারা গেছেন। তিনি বেশ কিছু দিন ধরে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে ভুগছিলেন।

অন্যদিকে আরও একজনের মৃত্যুর বিষয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বাংলানিউজকে বলেন, সকালে করোনা উপসর্গ নিয়ে পঙ্কজ দাশ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মিরসরাইয়ে। এখানে একটি কারখানায় চাকরি করেন তিনি। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।