ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা উপসর্গে আইনজীবীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২, ২০২০
চট্টগ্রামে করোনা উপসর্গে আইনজীবীর মৃত্যু

চট্টগ্রাম: ছয় ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মো. কবীর চৌধুরী নামে এক আইনজীবী মারা গেছেন।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব বাংলানিউজকে বলেন, বেলা ১১টায় করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে এক আইনজীবীর মৃত্যু হয়।

গত ৩০ মে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এর আগে সকালে আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে করিম উল্লাহ নামে আরেকজন মারা যান। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ২৪২ জন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ০২, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad