ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, জুন ২, ২০২০
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে একজনের মৃত্যু

চট্টগ্রাম: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করিম উল্লাহ (৫৩) মারা গেছেন। 

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে আজ সকাল ৬টায় আইসিইউতে একজন মারা গেছেন।

 তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগেও ভুগছিলেন। গতকাল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি।

সোমবার (১ জুন) চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ জন মারা গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯১ জন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ০২, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।