ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১, ২০২০
পাহাড় কাটার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের জামালখান এসএস খালেদ রোডে রীমা কমিউনিটি সেন্টারের বিপরীতে গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (০১ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন। আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার আদেশপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- সনজিত দত্ত ও ডা. দারদাউস শাহ। তাদের তত্বাবধানে ওই পাহাড় কাটা হচ্ছিলো বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বাংলানিউজকে বলেন, গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ১৮ মে পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম। পাহাড়ের মোট ২৮ হাজার ঘনফুট কাটা হয়েছে। বহুতল ভবন নির্মাণের জন্য এ পাহাড় কাটা হচ্ছিলো।

‘আমরা তাদের নির্দেশ দিয়েছি ওখানে যাতে আর পাহাড় কাটা না হয় এবং অনুমতি ছাড়া কোনো ধরনের উন্নয়ন কাজও যেন করা না হয়। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।