ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১৮ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জুন ১, ২০২০
করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১৮ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: করোনা ভাইরাসের ৪০৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে একদিনে ১১৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রোববার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭২টি নমুনা পরীক্ষা করে ৯৫ জনের এবং সিভাসু ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

তবে কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কোন রোগী শনাক্ত হয়নি। এছাড়া এইদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের ফলাফল পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৯১ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ৯৮৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।