ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৈরাগ ইউনিয়নে আহত পরিবারের জন্য শ্যামল পালিতের উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ২৬, ২০২০
বৈরাগ ইউনিয়নে আহত পরিবারের জন্য শ্যামল পালিতের উপহার বৈরাগ ইউনিয়নে আহত পরিবারের জন্য শ্যামল পালিতের উপহার

চট্টগ্রাম: আনোয়ারার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামে সিংহ পাড়ায় গত ১৫ মে ভূমি বিরোধের জের ধরে হামলায় আহত ১৫ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত।

গত ২৪ মে সকাল ১১টায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, ইউপি সদস্য নুরুল আবসার প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ১টি সাবান, চা-পাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

এসময় পূজা পরিষদের নেতাদের মাধ্যমে গুরুতর আহত প্রমিলা সিংহসহ অন্যান্য আহতদের খোঁজখবর নেন শ্যামল কুমার পালিত।

প্রশাসনের উদ্যোগে সিংহপাড়ার বাসিন্দা ভূমি মালিক ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের ভূমি পরিমাপ করে বুঝিয়ে দেওয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি আহতদের সুচিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শ্যামল কুমার পালিত।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।