ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা আক্রান্ত হয়ে আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মে ২৩, ২০২০
করোনা আক্রান্ত হয়ে আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নেকাব্বর নামে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ সদস্যের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বাংলানিউজকে বলেন, করোনা পজেটিভ হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫১ জন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।