ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পথশিশুদের ঈদের জামা দিল ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
পথশিশুদের ঈদের জামা দিল ছাত্রলীগ পথশিশুদের ঈদের জামা দিল ছাত্রলীগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসচ্ছল মানুষ ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছলদের মাঝে সেমাই, চিনি ও জামা কাপড় বিতরণ করেন তিনি।

রকিবুল হাসান দিনার বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই অসচ্ছল মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে কিছু ঈদ উপহার অসচ্ছল মানুষ ও পথশিশুদের মাঝে পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষ।

এ সকল মানুষের পাশে দাঁড়াতে শুরু থেকেই খাদ্যসামগ্রী, ইফতার, ফ্রি সবজি বিতরণ করেছি আমরা। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, ফয়সাল, সনি, রাতুল, আকিব, রবিন, ইশতিয়াক, কফিল, আরমান, শোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad