ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গেরিলা কমান্ডার সিরু বাঙালির বাড়িতে হামলা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ১৫, ২০২০
গেরিলা কমান্ডার সিরু বাঙালির বাড়িতে হামলা, আটক ২ গেরিলা কমান্ডার সিরু বাঙালি।

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার, একাত্তরের মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরু বাঙালির বায়েজিদ থানার পশ্চিম হাজিপাড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে সাকা চৌধুরীর ক্যাডার মো. ওমর ও সাইফুল ইসলামের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানান এই মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক।

হামলার সময় সিরু বাঙালির চারজন আত্মীয়-স্বজন আহত হয়েছেন।

এ ঘটনায় দুইজনকে আটক করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ১৫, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।