ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইতে আগুনে পুড়লো ৫ বসতঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, মে ১২, ২০২০
মিরসরাইতে আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় আগুনে পুড়েছে পাঁচটি সেমিপাকা বসতঘর।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অলি আহাম্মদ ভূঁইয়া বাড়ি প্রকাশ নয়ন চেয়ারম্যানের বাড়িতে সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগে।

স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুলতান গিয়াস উদ্দিন জসিম, এমরান হোসেন, আমিনুল হক সজীব, মো. মোজাম্মেল এবং কোহিনূর আক্তারের ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, সাখাওয়াত উল্ল্যাহ রিপন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। রাত ৯টা ২০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মে ১২, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।