ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজেদের সুরক্ষার দায়িত্ব নেওয়ার আহ্বান মেয়র নাছিরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৭, ২০২০
নিজেদের সুরক্ষার দায়িত্ব নেওয়ার আহ্বান মেয়র নাছিরের নির্মাণ শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরা নিলে করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে টাইগারপাসের নগর ভবনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণকালে মেয়র এ মন্তব্য করেন।

মেয়র বলেন, করোনা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ।

  এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। দীর্ঘ ছুটির কারণে দিনে এনে দিনে খাওয়া মানুষরাই বেশি সংকটে পড়েছে।
কাজ করতে না পারলে বন্ধ হচ্ছে তাদের রুটি রুজি। তাই সরকার ছুটিকালীন জীবিকা রক্ষা বিবেচনায় লকডাউনে শিথিলতা এনেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক  সামাজিক দূরত্ব রক্ষাসহ যেসব বিধি-বিধান মেনে চলার জন্য বাধ্যবাধকতা দিয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে।

স্মারকলিপিতে  বলা হয়, বর্তমান লকডাউন মুহূর্তে শ্রমিকদের কাজ কমে এসেছে। ফলে তারা কাজের খোঁজে বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই  নানাভাবে  অহেতুক হয়রানির শিকার হতে হয়। এ হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয়পত্র হাতে থাকলে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই এ ব্যাপারে সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া  সরকার প্রদত্ত ন্যায্যমূল্যে চাল ও খাদ্যসামগ্রী পাওয়ার জন্য নগরে যেসব কার্ড বিতরণ হচ্ছে তা প্রাপ্তিতে মেয়রের সহযোগিতা কামনা করেন।

মেয়র তাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি সৈয়দ কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ, পরিবহন শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চান্দগাঁও থানা নির্মাণ শ্রমিকলীগের সভাপতি সালা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী-দারোয়ানকে উপহার মেয়রের

সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী, দারোয়ান, সেবকদের মাঝে মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগত তহবিল থেকে ভোগ্যপণ্য উপহার দিয়েছেন। বিকেলে নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা মার্কেট প্রাঙ্গণে ১৫০ জনকে এ উপহার সামগ্রী দেওয়া হয়।

সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী-দারোয়ানকে উপহার দেন মেয়র আ জ ম নাছির উদ্দীনএ সময় সেন্ট্রাল প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরী, আকতার খান, গিয়াস উদ্দীন হিরন, কামরুল ইসলাম কাজল, মনির হোসেন, আবু সৈয়দ লিটন, হাসান তারেক, দিদার আলম, মো. ফোরকান, আবদুল গফুর পন্টি, আকতার হোসেন, আলী আনসার খান, শোয়েব মোর্শেদ কচি, এমএম খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র আর্তমানবতার সেবায় মানবিক সাহায্য অব্যাহত রাখার তাগিদ দিয়ে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।