ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীবেশে রিকশা ছিনতাই করেন তারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, এপ্রিল ২৭, ২০২০
যাত্রীবেশে রিকশা ছিনতাই করেন তারা

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন পাহাড়তলী পুলিশ বিট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৮টি চোরাই রিকশা  ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে পাহাড়তলী পুলিশ বিট সংলগ্ন এলাকায় একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলো- কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার সেরু মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৫৫) ও চৌদ্দগ্রাম এলাকার এছাক মিয়ার ছেলে আবুল হোসেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, রিকশা ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮টি চোরাই রিকশা ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

 

ওসি প্রনব চৌধুরী বলেন, গ্রেফতার দুইজন দীর্ঘদিন ধরে রিকশা চুরির সঙ্গে জড়িত। চুরি করা রিকশা রং করে বিক্রি করে দেয়। তারা রিকশায় যাত্রীবেশে উঠে পথে রিকশাচালককে টাকা দিয়ে তার জন্য এক প্যাকেট সিগারেট আনতে পাঠায়, রিকশাচালক সিগারেট আনতে গেলে এ চক্রের সদস্যরা রিকশা নিয়ে চম্পট দেয়। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছে।  

গ্রেফতার জয়নালের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি প্রনব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।