ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ২৭, ২০২০
মেয়রের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ মেয়রের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

মহানগর আওয়ামী লীগের পরিচালনায় নগরের ১২৩টি ইউনিট কমিটির কর্মীদের জন্য এই উপহার সামগ্রী প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়।

রোববার (২৬ এপ্রিল) সকালে নগরের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।

এসময়  মহানগর আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ সালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।