ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ১০৪ জনের করোনা পরীক্ষা, আক্রান্ত নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
চট্টগ্রামে আরও ১০৪ জনের করোনা পরীক্ষা, আক্রান্ত নেই বিআইটিআইডির প্রধান ভবন। ফাইল ছবি

চট্টগ্রাম: ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে দশটায় তিনি এ তথ্য জানান।

ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে সবার রিপোর্ট নেগেটিভ।

চট্টগ্রামে এ পর্যন্ত সবমিলিয়ে ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।

যার মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।  

গত ৩, ৫ ও ৮ এপ্রিল চট্টগ্রামের দামপাড়া, হালিশহর, সাগরিকা এবং সীতাকুণ্ডে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকার ভবন, দোকান লকডাউন করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন করা হয়। সেই সঙ্গে ওই শাখার ১৫ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

বাংলাদেশ সময় ২২৪৭, ঘন্টা, এপ্রিল ০৯, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।