ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাহিদা থাকলে ট্রেনে পরিবহন করা যাবে সবজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
চাহিদা থাকলে ট্রেনে পরিবহন করা যাবে সবজি কাঁচাবাজারে সবজি বিক্রি করছেন এক বিক্রেতা। ছবিঃ বাংলানিউজ

চট্টগ্রাম: চাহিদা থাকলে মালবাহী ট্রেনে দেশের বিভিন্ন জায়গায় সবজি পরিবহন করা যাবে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশ এখন লকডাউনে। বিভিন্ন কাঁচা পণ্যের চাহিদা মেটাতে ট্রেনে সবজি পরিবহন করা সম্ভব।

এ ক্ষেত্রে ব্যবসায়ীরা ডিমান্ড দিলে আমরা সবজি পরিবহন করবো।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুর ১২টায় বাংলানিউজকে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, আমরা মূলত মালবাহী ট্রেনে কন্টেইনার, তেল ও বিভিন্ন শুষ্ক জাতীয় পণ্য পরিবহন করি। বর্তমানে তিনটি ট্রেন চট্টগ্রাম থেকে সারাদেশে যাচ্ছে। যদি প্রয়োজন হয় সবজিও পরিবহন করা যাবে।

‘এক্ষেত্রে যারা ডিমান্ড দেবেন তাদেরকে স্টেশনে সবজিগুলো লোড করে দিতে হবে। পরে যেসব জায়গায় যাবে ওইসব মূল স্টেশন থেকেও আনলোড করতে হবে ব্যবসায়ীদের। ’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad