ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গোসল করতে গিয়ে কর্ণফুলীতে নিখোঁজ পিকআপ ভ্যান হেলপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, এপ্রিল ৭, ২০২০
গোসল করতে গিয়ে কর্ণফুলীতে নিখোঁজ পিকআপ ভ্যান হেলপার

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে হৃদয় নামে ১৯ বছর বয়সী এক ছেলে নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে সদরঘাটের এভারগ্রীন ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয়ের গ্রামের বাড়ি কুমিল্লার জেলার  মনোহরগঞ্জ থানার তালতলা গ্রামে।

সে  চট্টগ্রামের কদমতলী এলাকার পোড়া মসজিদ কলোনিতে ভাড়া বাসায় থাকে। পেশায় ছোট পিকআপ ভ্যান হেলপার হিসেবে কাজ করে হৃদয়।

জানা গেছে, দুপুরে বন্ধুদের সাথে ঘাটে যায় হৃদয়। সেখানে পানিতে নেমে ধাপাধাপি করার এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হৃদয়কে উদ্ধারে তিন ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।  

এ ব্যাপারে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের টিম এবং পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও ছেলেটির কোন সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ৯১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।