ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা রোগীর আরও এক আত্মীয়ের বাড়ি লকডাউন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ৪, ২০২০
চট্টগ্রামে করোনা রোগীর আরও এক আত্মীয়ের বাড়ি লকডাউন

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় একটি বাড়ি লকডাউন করেছে পুলিশ। বাড়িটির এক বাসিন্দা চট্টগ্রামে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীর নিকটাত্মীয়। ওই ব্যক্তি দামপাড়ায় করোনা আক্রান্ত রোগীকে তার বাসায় দেখতে গিয়েছিলেন।

একই ব্যক্তি করোনা আক্রান্ত রোগীকে ন্যাশনাল হাসপাতালেও দেখতে গিয়েছিলেন এবং তার ক্লোজ কন্টাক্টে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

লকডাউন হওয়া বাড়িটি ডবলমুরিং থানাধীন পাঠানটুলী সুপারিওয়ালাপাড়া এলাকায়।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বাংলানিউজকে বলেন, পাঠানটুলী সুপারিওয়ালাপাড়া এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি জানান, এ বাড়িতে দামপাড়ায় করোনা আক্রান্ত রোগীর আত্মীয় থাকেন।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছিলেন। ন্যাশনাল হাসপাতালেও ওই ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন।

এদিকে চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন,  ন্যাশনাল হাসপাতালে কাজ করা এক ওয়ার্ড বয় ও তার পরিবারকে নগরীর বহদ্দারহাট এলাকার একটি বাসায বাধ্যতা মূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।