ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাল-ডাল পেয়ে ২০০ হিজড়ার মুখে হাসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
চাল-ডাল পেয়ে ২০০ হিজড়ার মুখে হাসি হিজড়া সম্প্রদায়ের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ।

চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দি হিজড়া সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগরের ডবলমুরিং থানাধীন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন বাংলানিউজকে জানান, ডিসি স্যারের নির্দেশে চট্টগ্রামের প্রায় ২০০ হিজড়াকে আমরা ত্রাণ সামগ্রী বিলি করেছি।

তিনি জানান, সবার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা ত্রাণের প্যাকেটগুলো মাঠে সাজিয়ে রাখি।

হিজড়ারা একজন একজন এসে তাদের জন্য রাখা ত্রাণ সামগ্রী নিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০০ হিজড়াকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল এবং ২ কেজি ডাল দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে ডিসি স্যার জানিয়েছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ডা. আফসারুল আমিনের ছেলে ফয়সাল আমিন, স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।