ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চবি শিক্ষকরা দেবেন ১ দিনের বেতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনা: চবি শিক্ষকরা দেবেন ১ দিনের বেতন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি মূল বেতনের এক দিনের সমপরিমাণ টাকা দেশের দরিদ্র মানুষের সহযোগিতায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।

তিনি বলেন, মহামারী পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এ বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি।

তবে আমরা এ প্রস্তাব শিক্ষদের জানিয়েছি। কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।

অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, আমরা সংগৃহীত টাকা তিনটি খাতে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণে এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্কের জন্য।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।