ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ শুরু নৌবাহিনীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, মার্চ ২৬, ২০২০
করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ শুরু নৌবাহিনীর নিম্নআয়ের লোকজনকে ত্রাণ দিয়েছে নৌবাহিনী

চট্টগ্রাম: দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলো।

ইতিমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে ‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’র আওতায় স্থানীয় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগী থাকলে চিকিৎসা এবং বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দেখভাল করছে নৌবাহিনীএরই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন স্থানে ঘরে বসে থাকা নিম্নআয়ের মানুষের মধ্যে লে. কমান্ডার এম মাহবুব শিকদারের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।