ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় আক্রান্ত রোগীদের শত্রু না ভাবার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনায় আক্রান্ত রোগীদের শত্রু না ভাবার আহ্বান বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন

চট্টগ্রাম: করোনায় আক্রান্ত রোগী এবং করোনা সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকা রোগীদের শত্রু না ভাবার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম।

তাই এন্ট্রি পয়েন্টগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। তবে বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো হলেও সমুদ্রবন্দরে হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

চট্টগ্রাম করোনার কিট আনার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে আনার পরিকল্পনা রয়েছে। তবে এখনও এটি নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে।  

সংবাদ সম্মেলনে হাম রুবেলা বিষয়ে ব্রিফিং করা হয়। এ সময় জানানো হয় ১৪ উপজেলার মোট ২১ লাখ ২৪ হাজার ৬৫০ শিশুকে মোট ৫ হাজার ১৭৯টি কেন্দ্রের মাধ্যমে হাম রুবেলা রোগের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।