ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ভুয়া টিটিই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, মার্চ ৪, ২০২০
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ভুয়া টিটিই আটক

চট্টগ্রাম: সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় এক ভুয়া টিটিইকে আটক করা হয়েছে। 

বুধবার (০৪ মার্চ) সকালে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে জাহাঙ্গীর আলম নামে ওই ভুয়া টিটিইকে আটক করে রেলওয়ে পুলিশে (জিআরপি) সোপর্দ করা হয়।  

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে টিটিইদের পোশাক পড়ে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে আটক করে ওই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা।

পরে লাকসাম জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই ভুয়া টিটিইর বাড়ি নোয়াখালীর সেনবাগে।
 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।