ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-ফেনী রেলের সিগন্যাল পয়েন্ট দেখলেন কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
চট্টগ্রাম-ফেনী রেলের সিগন্যাল পয়েন্ট দেখলেন কর্মকর্তারা রেলের সিগন্যাল পয়েন্ট দেখছেন কর্মকর্তারা

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ফেনী রুট পর্যন্ত সিগন্যাল পয়েন্ট দেখলেন রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে এ সিগন্যাল পরিদর্শন করেন তারা।

পরে মোটর ট্রলি করে ফাজিলপুর, মুহুরিগঞ্জ, চিনকি আস্তানা, বারতাকিয়া, সীতাকুণ্ড, কুমিরা, ভাটিয়ারি রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইন ব্রিজ পরিদর্শন করেন কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, ডিএন-১ মো. হামিদুর রহমান, আরএনবি কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম, ডিটিও মো. ওমর ফারুক, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিসিও মো. আনসার আলী, ব্রিজ ইঞ্জিনিয়ার মো. আবরার হোসেন ও টিআই পোর্ট এনামুল হক সিকদার।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।