ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউসিবি ব্যাংকে ভল্ট ভাঙার চেষ্টা, তদন্তে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
ইউসিবি ব্যাংকে ভল্ট ভাঙার চেষ্টা, তদন্তে পুলিশ ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কদমতলি শাখায় দুর্বৃত্তরা ভল্ট ভাঙার চেষ্টা করে। তবে টাকা লুট হয়েছে কি-না তা রহস্য রয়ে গেছে।

পুলিশের দাবি, ব্যাংকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা ওই ব্যাংকের নিরাপত্তা কর্মীকে অচেতন অবস্থায় পান বলে বাংলানিউজকে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

তিনি বলেন, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান ফটকে নতুন তালা লাগিয়ে দেয়। ওই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ডিভিআর দুর্বৃত্তরা নিয়ে গেছে। চাবি দিয়ে ভল্ট খোলা যাচ্ছে না। তাই ব্যাংকের স্পেশাল টিম ঢাকা থেকে রওনা দিয়েছে।  

‘তারা এসে ভল্টের টাকা ঠিকভাবে আছে কি-না তা খতিয়ে দেখবে। অচেতন নিরাপত্তাকর্মীকে উদ্ধারের পরপরই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।