ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বড় ক্রিকেটার হতে ভালো পড়াশোনা করতে হবে: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫০, ফেব্রুয়ারি ১, ২০২০
বড় ক্রিকেটার হতে ভালো পড়াশোনা করতে হবে: সাকিব বক্তব্য দেন সাকিব আল হাসান।

চট্টগ্রাম: বড় ক্রিকেটার হতে চাইলে ভালো পড়াশোনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (৩১ জানুয়ারি) নগরের চান্দগাঁও এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের কৃতি ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ক্রিকেটার হতে হলে সাধনা প্রয়োজন।

চট্টগ্রামের তরুণদের মধ্যে সেই যোগ্যতা আছে। আমি আশা করবো, চট্টগ্রাম থেকে জাতীয় দলে খেলার মতো আরও ভালো ভালো ক্রিকেটার তৈরি হবে।

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট অনূর্ধ্ব-১৫ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাকিব আল হাসান। পরে চট্টগ্রামে প্রথম বেসরকারি পর্যায়ে নির্মিত সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সানোয়ারা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সানোয়ারা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।