ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলমন্ত্রীকে ২৩ দফা দাবি শ্রমিকলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
রেলমন্ত্রীকে ২৩ দফা দাবি শ্রমিকলীগের ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে দেখা করেছেন রেলওয়ে শ্রমিকলীগের নেতারা। তারা এসময় মন্ত্রীর কাছে ২৩ দফা দাবি জানান।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকায় মন্ত্রীর দফতরে গিয়ে এসব দাবি জানান রেলওয়ের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, হিসেব বিভাগসহ সকল বিভাগে দ্রুত লোকবল নিয়োগ, ভূ-সম্পতি বিভাগের মাধ্যমে রেলের উদ্ধারকৃত জমি সংরক্ষণ, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, চট্টগ্রাম স্টেশনের বিশুদ্ধ পানির ট্যাংক বসানো, নিয়োগিবিধি ১৯৮৫ বাতিল করে নতুন নিয়োগবিধি প্রণয়ন করাসহ ২৩ দফা দাবি জানানো হয়।

মন্ত্রী নুরুল ইসলাম সুজন দাবিগুলো পর্যবেক্ষণ করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বলে জানান সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।