ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোছলেম-সুফিয়ান কোলাকুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ১৩, ২০২০
মোছলেম-সুফিয়ান কোলাকুলি মোছলেম-সুফিয়ান কোলাকুলি। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর পর নগরে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান। এসময় সেখানে তার সঙ্গে বেশ ক’জন নেতা-কর্মীও ছিলেন।

এর কিছুক্ষণ পর ওই কেন্দ্রের সামনে আসেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। পরে দুই প্রার্থী কোলাকুলি করেন।

মোছলেম উদ্দিনের সঙ্গে থাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বাংলানিউজকে বলেন, ভোটারদের লাইন দেখে দুই প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।