ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১৩ টন সুইট কর্নের চালানে মাত্র ৫ কেজি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, নভেম্বর ২৮, ২০১৯
১৩ টন সুইট কর্নের চালানে মাত্র ৫ কেজি! কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের সঙ্গে কাস্টম হাউসের কর্মকর্তারা

চট্টগ্রাম: ১৩ হাজার ২০ কেজি সুইট কর্নের একটি চালানে পাওয়া গেছে মাত্র ৫ কেজি। ৩ হাজার ২৩৫ কেজি কিডনে বিনসের ঘোষণা থাকলেও ছিল না কনটেইনারে। তবে ঘোষণা ছাড়াই আনা হয়েছিলো ১২ পদের চকলেট, ওয়েফার, বিস্কুট, এনার্জি ড্রিংকস ইত্যাদি। তবে ২ পদ ছাড়া বাকিগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে কনটেইনারে থাকতেই।

চট্টগ্রাম বন্দর দিয়ে ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের চালানের চিত্র এটি। চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (এআইআর) শাখার শতভাগ কায়িক পরীক্ষায় মিথ্যা ঘোষণায় আনা চালানটির এ চিত্র ধরা পড়ে।

  

এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে ‘ওশান নাভা শেভা’ নামের জাহাজে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর চালানটির কনটেইনার চট্টগ্রাম বন্দরে আসে। রপ্তানিকারক প্রতিষ্ঠান চীনের আনাস পি ট্রেডিং লিমিটেড।

কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের তালিকাআমদানিকারকের পক্ষে চালানটি খালাস করতে কাস্টম হাউসে গত ১৭ জানুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের শেখ মুজিব সড়কের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এলিট এন্টারপ্রাইজ। কিন্তু গোপন সংবাদ থাকায় কনটেইনারটি গোয়েন্দা নজরদারিতে থাকায় সিঅ্যান্ডএফ পণ্য খালাসে দেরি করে। দীর্ঘদিন পর এআইআর শাখা নিজস্ব ব্যবস্থায় কনটেইনারটির কায়িক পরীক্ষা করে।  

তিনি জানান, কনটেইনারের ঘোষিত ওজন ছিল প্রায় ১৬ টন। কিন্তু কায়িক পরীক্ষায় ২২ টন পণ্য পাওয়া গেছে । শুধু সফট ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস আছে প্রায় ১৬ টন ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।