ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, নভেম্বর ২৬, ২০১৯
বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ব্যবহারের বিচার দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথাকাটাকাটি হচ্ছে।

একপর্যায়ে একজন এপিবিএন সদস্য ওই প্রবাসীর কাঁধ চেপে ধরেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির বিষয় জানার সঙ্গে সঙ্গে আমি এপিবিএনের এএসপিকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

এপিবিএনের এএসপি হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।