ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লবণের গুজবে কান না দেওয়ার আহ্বান মেয়র নাছিরের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
লবণের গুজবে কান না দেওয়ার আহ্বান মেয়র নাছিরের আ জ ম নাছির উদ্দিন। ফাইল ফটো

চট্টগ্রাম: দেশে লবণ সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। 
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।

মেয়র বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোয় লিপ্ত।

এধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট, পরিস্থিতি অস্থিতিশীল করা ও জনগণকে জিম্মি করার অপকৌশল। প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আগামী ডিসেম্বরে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে, যা বতর্মান মজুদের সঙ্গে যোগ হবে। ফলে, দেশে লবণের কোনো সংকট নেই এবং এমন কোনো সম্ভাবনাও নেই।  

লবন কিংবা অন্য বিষয়ে কোনো মহল বা ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনের প্রতি আহবান জানান আ জ ম নাছির উদ্দিন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
টিসি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।