ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ৩, ২০১৯
ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন সার্সন রোডে বহুতল ভবন থেকে পড়ে লাকি আক্তার (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সার্সন রোডের মুখে সাততলা ভবন ‘সানমার ভ্যালেন্সিয়া’ এর ছাদ থেকে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হয়।

লাকি আক্তার হালিশহর থানার ঈদগাঁ বৌ বাজার এলাকায় থাকতেন।

তিনি ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন।

ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজকোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বাংলানিউজকে বলেন, ওই গৃহকর্মী কার্পেট রোদে দিতে ছাদে গিয়েছিলেন।

ভবনের ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙ্গে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।