ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে শিক্ষা সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
সাদার্নে শিক্ষা সমাপনী অনুষ্ঠান সাদার্নে শিক্ষা সমাপনী অনুষ্ঠান

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের সেমিস্টার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নগরের বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আযহারী।

উপস্থিত ছিলেন প্রভাষক আলাউদ্দীন চৌধুরী ও মুহাম্মদ মহিউদ্দীন।

দেশের উচ্চ শিক্ষা বিস্তারে সাদার্ন ইউনিভার্সিটির অবদান তুলে ধরে সৈয়দ জালাল উদ্দীন আযহারী বলেন, মানসম্পন্ন আধুনিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

সমাজে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। নৈতিক অবক্ষয়ের এ ক্রান্তিকালীন সময়ে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদেরকে সমাজে নৈতিক শিক্ষা প্রসারে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে ‘ফেয়ারওয়েল পেপার, রিমেম্বার সামার-২০১৯’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।