ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ অধিদফতরের অভিযান, আড়াই টন পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, সেপ্টেম্বর ৫, ২০১৯
পরিবেশ অধিদফতরের অভিযান, আড়াই টন পলিথিন জব্দ জব্দ করা পলিথিন

চট্টগ্রাম: নগরের চাক্তাই রাজাখালী এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে আড়াই টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে চাক্তাই রাজাখালী এলাকায় মো. শফিউল আজমের গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়।

এ ঘটনায় গোডাউনের মালিক মো. শফিউল আজমকে ৮ সেপ্টেম্বর শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, চাক্তাই রাজাখালী এলাকায় মো. শফিউল আজমের গোডাউনে অভিযান চালিয়ে আড়াই টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। গোডাউনের মালিক মো. শফিউল আজমকে ৮ সেপ্টেম্বর শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।