ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার দায়ে ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ৪, ২০১৯
পাহাড় কাটার দায়ে ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা পাহাড় কাটার অভিযোগে ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (০৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড।

তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয় মঙ্গলবার। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।
বুধবার শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার তাদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার রাতে জানতে চাইলে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে পরিবেশ অধিদফতরের অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসের।

ফিনলে প্রপার্টিজ লিমিটেড পাহাড় কাটার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেছিলেন আবদুল্লাহ নাসের।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।