ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ‘সন্ত্রাসী’ ওসমান গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
রাঙ্গুনিয়ায় ‘সন্ত্রাসী’ ওসমান গুলিবিদ্ধ

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও পলাতক আসামি মো. ওসমান (৩০)।

শনিবার (৩১ আগস্ট) ভোরে এ হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রাঙ্গুনিয়ার ওসমান বাহিনীর প্রধান মো. ওসমান।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ওসমানকে পুলিশি পাহারায় রেখেছে।

মো. ওসমান রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকার আবুল কালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ ওসমান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে বাংলানিউজকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।

ওসমান কোমরে গুলিবিদ্ধ হয়েছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে পলাতক সন্ত্রাসী মো. ওসমান। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাকে পাহারায় রেখেছে। সুস্থ হলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ওসমান একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।