ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

চট্টগ্রাম: বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাকের (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জাকের চাম্বল এলাকার বাদশা মিয়া প্রকাশ বাইশ্যার ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, চাম্বল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ডাকাত জাকেরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

ওই এলাকায় এখনও র‌্যাবের অভিযান চলছে বলে জানান মেজর মেহেদী হাসান।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, জাকের একজন কুখ্যাত ডাকাত ও জলদস্যু। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে।  রোববার বিকেলে ড্রোন প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালায় র‌্যাবের টহল দল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।