ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শান্তনু বিশ্বাসের মরদেহ চট্টগ্রাম আনা হবে শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
শান্তনু বিশ্বাসের মরদেহ চট্টগ্রাম আনা হবে শনিবার

চট্টগ্রাম: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে নাট্যজন ও শিল্পী শান্তনু বিশ্বাসের (৬৯) মরদেহে শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে।

এরপর বিকেল চারটায় নগরের এমএম আলী সড়কের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেওয়া হবে।

শিল্পীর পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন গল্পকার জিন্নাহ চৌধুরী।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ ‌করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মিশফাক রাসেল বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৯ জুলাই) অসুস্থ হওয়ার পর তাকে নগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শান্তনু বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের নাট্যাঙ্গণের কলাকুশলীরা।

>> নাট্যজন শান্তনু বিশ্বাস আর নেই

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১২ ২০১৯
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।