ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশে চাকরি দেওয়ার নামে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুলাই ৯, ২০১৯
পুলিশে চাকরি দেওয়ার নামে আটকে রেখে তরুণীকে ধর্ষণ ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

চট্টগ্রাম: পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে রাঙামাটির এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ব্যক্তি হলেন- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বাংলানিউজকে বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পারলে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করা হয়, সেই বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।