ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘জনগণের পাশে থাকার জন্য রাজনীতি করি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৯
‘জনগণের পাশে থাকার জন্য রাজনীতি করি’ ঈদবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য দিদারুল আলম।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মূল মন্ত্র বাংলাদেশের জনসাধারণের সুখে-দুখে পাশে থাকা এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা। সেই লক্ষ্যে জনগণের পাশে থাকার জন্যই আমি রাজনীতি করি।

ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি বঙ্গমাতা ফজিলাতুনেছা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণকালে ফাউন্ডেশনের পরিচালক ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি মাদক ও সন্ত্রাসের বিপক্ষে কাজ করার জন্য এলাকার মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বিপুল সংখ্যক দরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।